নুরুল আলম:: অনির্দিষ্টকালের জন্য পার্বত্য উপজেলায় ব্যবসা বানিজ্যসহ বাজার বয়কটের প্রেক্ষাপটে গুইমারায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ অক্টোবর ২০২৪) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরীর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মোহাম্মদ আরিফুল আমিন, এসময় গুইমারা গভ. মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ বাবলু হোসেন, গুইমারা প্রেস ক্লাব সভাপতি নুরুল আলমসহ উপজেলার হেডম্যান, কার্বারী, ইউপি সদস্য ও বাজার ব্যবসায়ীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা বলেন, আমরা যদি কারো কথায় বাজারে ব্যবসা বানিজ্য বন্ধ রাখি, তাহলে আমাদের না খেয়ে মরতে হবে, আমরা অর্থনৈতিক ভাবে পঙ্গু হয়ে যাবো। আমরা তাদের এসব অনৈতিক দাবি মানবো না। বর্তমানে গুজবের কারণে সকল সমস্যা সৃষ্টি হচ্ছে। সবাইকে গুজবে কান না দেয়ার আহবান জানান জানান তারা।