শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

পাহাড়ে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল-সমাবেশ

oppo_0

“আগামী তিন দিন শিক্ষার্থীদের স্কুল-কলেজে না যাওয়া আহ্বান”

নুরুল আলম:: সারাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ, পাহাড়ের সাম্প্রদায়িক হামলা, অগ্নিসংযোগের অভিযোগ ও হত্যার নিরপেক্ষ তদন্তে কমিটি গঠন করে দায়ী ব্যক্তিদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে।

সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের আয়োজনে সোমবার (৩০ সেপ্টেম্বর ২০২৪) সকাল ১১টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলা মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি চেঙ্গী স্কয়ার হয়ে কাঠ ব্যবসায়ী সমিতি কার্যালয়ের সামনে থেকে চেঙ্গি এস্কয়ারে এসে সমাবেশ করেন।

ফুটন্ত চাকমার সভাপতিত্বে শিক্ষার্থী জনতন চাকমার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, উক্যনু মারমা,সুপন চাকমা,দেবাশীষ চাকমা,মংসানু মারমা প্রমূখ।

কর্মসূচীতে আগামী তিন দিন শিক্ষার্থীদের স্কুল-কলেজে না যাওয়া আহ্বান জানিয়ে বক্তারা বলেন, রাজপথে যখন নেমেছি। আমরা রক্ত দিতেও শিখেছি মন্তব্য করে হত্যাকান্ডের বিচার দাবি করে বক্তব্যে পাহাড়ের ইতিহাস না যেনে অনেকে ভুল ম্যাসেজ দিচ্ছে বলে জানান। এসময় ভূমি আইন নিয়ে কথা বলেন বক্তারা।

তারা জানান, এই সমস্যা আমাদের সৃষ্ট নয়। পাহাড়ে ঘুরতে এসে ইতিহাসসহ পাহাড়ের কান্না দেখে যাওয়ার আহ্বান তাদের পর্যটকদের প্রতি।

আমাদের বিচ্ছিন্নতাবাদী দাবি করে পাহাড়ের মানুষকে সন্ত্রাসী আখ্যায়িত করে মন্তব্য করে পাহাড়ের মানুষ এখনো মুক্ত নয় দাবি করে অধিকার আদায়ের পাহাড়ের মানুষকেই সংগ্রাম করতে হবে বলে জানান নেতৃবৃন্দরা।

এ সময় তারা জাতি সংঘের তদন্ত দাবি করে কাঙ্ক্ষিত দাবি আদায় করা হবে বলে হুশিয়ারি দেন শিক্ষার্থীরা। আহতদের চিকিৎসা চলমান থাকলেও তাদের কেউ খোঁজ না নেয়ারও অভিযোগ তোলে।

এর আগেও হত্যাকাণ্ডের সুষ্ঠ তদন্ত না হওয়াসহ পাহাড়ের একের পর এক সাম্প্রদায়িক ঘটনার ঘটছে বলে দাবি তাদের। পাহাড়ের সংঘাত পাহাড়ি-বাঙালিদের ইস্যু না,রাষ্ট্রিও সমস্যা রাষ্ট্রকেই সমাধান করতে হবে বলেও জানান বক্তারা।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!