শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪


নুরুল আলম:: রাঙামাটি ও খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় জারিকৃত ১৪৪ ধারা অবশেষে সাড়ে ৪৫ ঘণ্টা পর প্রত্যাহার করে নিয়েছে জেলা ম্যাজিস্ট্রেট (জেলা প্রশাসক) মোহাম্মদ মোশারফ হোসেন খান।

রোববার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়। এদিকে ১৪৪ ধারা প্রত্যাহার করলেও জেলায় দ্বিতীয় দিনের মতো রাঙামাটি পরিবহন মালিক সমিতির ধর্মঘট এবং পাহাড়িদের ডাকা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি এখনো চলমান রয়েছে।

রাঙামাটি পরিবহন মালিক সমতির নেতৃবৃন্দ জানিয়েছে, প্রশাসনের পক্ষ থেকে তাদের সাথে কোন যোগাযোগ হয়নি। যে কারণে তাদের এ কর্মসূচি এখনো চলমান রয়েছে।

এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, রাঙামাটি জোন কমান্ডার লেফটেন্যান্ট জেনালের মো. এরশাদ হোসেন চৌধুরী জেলা শহরের ক্ষতিগ্রস্থ স্থানগুলো পরিদর্শন করেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অবরোধ এবং ধর্মঘটের কারণে রাঙামাটির পর্যটন নগরী সাজেকে ভ্রমণে গিয়ে আটকা পড়েছেন আট শতাধিক পর্যটক। সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুবর্ণ দেব বর্মণ এমন তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত: খাগড়াছড়ির দীঘিনালার ঘটনাকে কেন্দ্র করে ২০ সেপ্টেম্বর সকালে রাঙামাটিতে সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনায় একজন নিহত এবং উভয় পক্ষের ৫৩ জন আহত হয়েছিলো। এ ঘটনায় বেশ কয়েকটি গাড়ী ভাঙচুর, মসজিদ, বৌদ্ধ বিহারে হামলা ও দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিলো। ঘটনার পর ওইদিন দুপুর দেড়টায় রাঙামাটি পৌর শহরে ১৪৪ ধারা জারি করে জেলা ম্যাজিস্ট্রেট।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!