শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

পার্বত্যাঞ্চলে বিরাজমান পরিস্থিতির শান্ত রাখার আহ্বান


নুরুল আলম:: পার্বত্যাঞ্চলে বিরাজমান পরিস্থিতির শান্ত রাখার আহ্বান জানিয়েছেন গুইমারা উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর ২০২৪) খাগড়াছড়ি জেলার নিউজিল্যান্ড পাড়ায় বাঙালি যুবক হত্যার প্রতিবাদকে কেন্দ্র করে গঠিত পাহাড়ি-বাঙালি সংঘর্ষের বিষয়টি ছড়িয়ে পড়লে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপুল পরিমান গুজব প্রচার করা হয়। এতে আরো পরিস্থিতি খারপের দিকে অগ্রসর হতে থাকে। তখল খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার নিদের্শনায় ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইউচুপ এর নেতৃত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ সোহাগ, সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আরমান হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নবী হোসেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান প্রমূখ।

উক্ত বৈঠকে পাহাড়ে বসবাসরত সকল শ্রেনীর মানুষকে উগ্রবাদী না হয়ে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানানো হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রচার না করার জন্য অনুরোধ করেন। পরে সকলকে সম্প্রীতি বজায় রাখার জন্য নিদের্শনা দেন তিনি।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!