নিজস্ব প্রতিবেদক :: গুইমারায় ঝিরি ঝর্ণা চিহ্নিকরণ ও পাড়াকেন্দ্রের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা। গুইমারা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড-এর পানির উৎসসমূহ চিহ্নিত ও পুনরুজ্জীবিতকরণের মাধ্যমে টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত অবহিতকরণ ও প্রতীকিয় প্রশিক্ষণ কর্মশালা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গুইমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেমং মারমা।
সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, গুইমারা উপজেলা প্রকল্প ব্যবস্থাপক রুহুল আমিন হেলালী, গুইমারা উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার সুমন কর, সহকারী প্রকল্প ব্যবস্থাপক নির্মল কান্তি চাকমা, গুইমারা প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক নুরুল আলম ও পাড়াকেন্দ্রের শিক্ষিকাবৃন্দ।
গুইমারা উপজেলার প্রকল্প ব্যবস্থাপক রুহুল আমিন হেলালী বলেন, গুইমারা ইউনিয়নে ৩২ টি পাড়াকেন্দ্র ছিলো, বর্তমানে ৩ টি পাড়াকেন্দ্র উদ্বোধন করা হয়েছে। গুইমারা উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের সহায়তায় পাড়াকেন্দ্রে শিশু খাদ্য ও ছাত্র-ছাত্রীদেরকে পোষাক বিতরণ করা হয়েছে। টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের অর্থায়নে বিশ্ব খাদ্য কর্মসূচীর ব্যবস্থাপনায় এবং স্থানীয় বেসরকারী সংস্থা জাবারাং কল্যাণ সমিতির সহায়তায় পাড়াকেন্দ্রের শিশুদের মাঝে বিস্কুট বিতরণের কাজ সমাপ্ত হয়েছে। বর্তমানে উক্ত প্রকল্পের মাধ্যমে কা-ক্রম পরিচালনা করতে হবে। আগামীতে প্রতিটি পাড়াকেন্দ্রের সামনে অগভীর নলকূপ স্থাপন করার উদ্যোগ নেওয়া হবে।
সভাপতি প্রকল্প ব্যবস্থাপকসহ সকলকে সেবা প্রদান প্রকল্পের আওতায় যারা সম্পৃক্ত আছে সবাইকে গুইমারা ইউনিয়ন পরিষদ তথা গুইমারাবাসীর পক্ষ থেকে সকল ধরনের সহযোগীতাসহ উন্নয়নমূলক কাজের সহযোগীতা করবেন বলে সবাইকে আশ্বস্ত করেন এবং সবার সু-স্বাস্থ্য কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।