নুরুল আলম: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় ৩০ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে গুইমারা থানা পুলিশ। সোমবার (১৬ জুলাই ২০২৪) বেলা ১০ টা ৪৫ ঘটিকায় গুইমারা থানার এসআই (নিঃ) মোঃ আমিনুল ইসলাম ভূঁঞার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামী ও ৩০ কেজি গাঁজা জব্দ করে।
জানা যায়, গুইমারা থানাধীন ২নং হাফছড়ি ইউপির ০১নং ওয়ার্ডের গুইমারা রিজিয়ন ও গুইমারা বিজিবি হাসপাতালের মধ্যবর্তী স্থানে বিদ্যুৎ অফিসের সামনে খাগড়াছড়ি টু ঢাকাগামী পাকা সড়কের উপর হইতে ঢাকাগামী যাত্রীবাহী বাস (শান্তি পরিবহন), গাড়ী নাম্বার: ঢাকা মেট্রো: ব- ১৪-১৬৯১ হইতে যাত্রী আসামী মোঃ রফিকুল ইসলাম (৩০), পিতা- মৃত ওমর আলী হোসেন, মাতা- কদভানু, সাং- বাছা মেরুং পশ্চিম পাড়া, ০৪ নং ওয়ার্ড, ০১ নং দিঘীনালা ইউপি, থানা- দিঘীনালা, জেলা- খাগড়াছড়ি পার্বত্য জেলার হেফাজত হইতে ৩০ (ত্রিশ) কেজি গাঁজা(মাদকদ্রব্য) উদ্ধারপূর্বক জব্দ করেন।
গুইমারা থানার অফিসার ইনর্চাজ বিষয়টি নিশ্চিত করে জানায়, আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। গুইমারা থানা পুলিশের মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। মাদক পরিবার সমাজ ও দেশকে ধ্বংস করে। মাদক ব্যবসায়ী অথবা সেবনকারী সম্পর্কে কোন তথ্য পেলে গুইমারা থানা পুলিশকে জানানোর জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ করা হইল।