শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

“নতুন বাংলাদেশে পুলিশ থাকবে জনগণের সেবার”

নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর ২০২৪) বিকেলে জেলা পুলিশের আয়োজনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

খাগড়াছড়ি নবাগত পুলিশ সুপার আরেফিন জুয়েল এর সভাপতিত্বে এতে সভায় অংশ নেন, খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন পিপিএম,মো. তরিকুল আলম এতে অংশ নেন।

এতে অর্ন্তবর্তীকালীন গঠিত খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য,সাধারন সম্পাদক জসিম উদ্দিন মজুমদার,সহ-সভাপতি এইচএম প্রফুল্ল,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক সৈকত দেওয়ান, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম রাজু,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সদস্য আল-মামুন,প্রথম আলোর খাগড়াছড়ি প্রতিনিধি জয়ন্তী দেওয়ান বক্তব্য রাখেন।

খাগড়াছড়ি পুলিশ সুপার বলেন, নতুন বাংলাদেশে পুলিশ থাকবে জনগণের সেবার। সম-সাময়িক নানা বিষয়ে সাংবাাদিকের সাথে কথা বলেন নবাগত পুলিশ সুপার। তিনি নতুন বাংলাদেশের স্বাধীনতায় শহিদদের শ্রদ্ধা জানিয়ে জনগণকে সর্বোচ্চ সহযোগিতা করে এ জেলাকে সুন্দর পরিবেশ দেয়ার প্রতিশ্রুতি দেন।

এছাড়াও মাদকদ্রব্য আসে মিমানমার,ভারত থেকে মন্তব্য করে তিনি বলেন, তারা বিক্রয় করে আর আমরা সেবন করি। ফলে ক্ষতি হচ্ছে আমাদের। এসময় কোন মাদক কার্বারিদের ছাড় দেয়া হবেনা জানিয়ে নবাগত পুলিশ সুপার প্রতিটি অনিয়ম প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!