নুরুল আলম :: খাগড়াছড়ির গুইমারায় মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচীমূলক স্লোগান ও বক্তব্যের প্রতিবাদে এবং দেশব্যাপী সকল ধর্ষণ, নিপীড়নের ঘটনায় জড়িত সকল আসামি ও পৃষ্ঠপোষকদের অনতিবিলম্বে গ্রেফতার ও বিচার এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর নিশ্চিত করা, নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসানের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গুইমারা উপজেলা ছাত্রলীগ।
সোমবার সকাল এগারোটায় মিছিলটি গুইমারা উপজেলা আওয়ামিলীগ কার্যালয় থেকে বের হয়ে গুইমারার প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে আবার উপজেলা আওয়ামিলীগ কার্যালয়ে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। এতে উপস্থিত বক্তব্য প্রদান করেন, গুইমারা উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক সুইমং মারমা ও উপজেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক মেমং মারমা।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি আইয়ুব আলী, সহ-সভাপতি সমিরন পাল, যুবলীগের সাংগঠনিক সম্পাদক পলাশ চৌধুরি, যুবলীগের সহ-সভাপতি মো: লিটন, ছাত্রলীগ সভাপতি আনন্দ সৌম সহ ছাত্রলীগের নেতাকর্মী বৃন্দ।