শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪


নুরুল আলম:: খাগড়াছড়ির গুইমারা প্রেসক্লাবের বিগত কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় আগামী দুই বছরের (২০২৫-২০২৬) জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (০৬ সেপ্টেম্বর ২০২৪) সকাল ১০ টায় গুইমারা প্রেসক্লাব কার্যালয়ে এক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে দুই বছরের জন্য ১১ সদস্যবিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠিত হয়। উক্ত সভার সভাপতিত্ব করেন, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম।

গঠিত কমিটির সদস্যরা হলেন- সভাপতি মো: নুরুল আলম, সহ-সভাপতি আব্দুল আলী, সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ, অর্থ সম্পাদক শাহ আলম রানা, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, তথ্য সম্পাদক আব্দুর রহিম, প্রচার সম্পাদক আবুল হোসেন রিপন, সমাজ সেবা সম্পাদক ফোরকানুল হক সাকিব, সদস্য আশ্রাফুল ইসলাম বেলাল, মো: মহিউদ্দিন, ফারুক হোসেন সুমন।

এর আগে প্রেসক্লাব সভাপতি মোঃ নুরুল আলম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ৫ জন সদস্যসহ প্রেসক্লাবের গঠনতন্ত্রের নিয়ম ভঙ্গ করায় সম্প্রতি দিদারুল ইসলাম হৃদয়সহ স্থায়ীভাবে ৬ জনকে অব্যহতি দেওয়া হয়। বহিস্কৃতরা হচ্ছে- রেজাউল আলম শুভ,আনন্দ সৌম, সাচিং মারমা, রুবেল পাল,জনি ভট্টাচার্য।  

সভায় বক্তারা গণমাধ্যমকর্মীদের কল্যাণে প্রেসক্লাবের সদস্যদের সমসাময়িক বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন। এছাড়া জনগণের কল্যাণে নিবেদিত সাংবাদিকতার প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়া এই প্রেসক্লাবের একতা এবং ঐতিহ্যকে সমন্বিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি সভায় প্রেসক্লাবের উন্নয়নের জন্য একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!