নুরুল আলম: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে “শহীদি মার্চ” র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৫ সেপ্টেম্বর ২০২৪) গুইমারা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে “শহীদি মার্চ” এর র্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে গুইমারা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক আরমান হোসেন এর নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমন্বয়ক জুবায়ের আহাম্মদ, সাহস গাজী, বাঁধন ডালীসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।
আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে “শহীদি মার্চ” র্যালি শেষে সন্ধায় গুইমারা সরকারি কলেজ শহিদ মিনারে মোমবাতি প্রজ্জলন করে শ্রদ্ধা নিবেদন করেন।