নুরুল আলম:: অংশীদারিত্বের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকার জন্য সহায়তা (পিআরএলসি) প্রকল্প উপজেলা পর্যায়ে ট্রেডিশনাল লিডারদের সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।
বুধবার (৪ সেপ্টেম্বর ২০২৪) সকালে ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতা এবং আলো এর আয়োজনে গুইমারা উপজেলায় অনুষ্ঠিত ট্রেডিশনাল লিডারদের সভায় উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলার আলো এনজিওর প্রকল্প সমন্বয়কারী মিক্সন চাকমা, অর্গানাইজার উসৈচিং মারমাসহ নি ইউনিয়নের হেডম্যান-কার্বারী ও এনজিওর বিভিন্ন কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ও পার্বত্য চট্টগ্রামের সহনশীল জীবিকার জন্য সহায়তা প্রকল্প আওতায় হেডম্যান কার্বারীদের নিকট থেকে প্রাপ্ত সেবার দায়বদ্ধতা সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, উক্ত সভা অনুষ্ঠিত হলেও কোনো গণমাধ্যম কর্মীদের কোনো প্রকার তথ্য দিতে রাজি নন এই এনজিওর কর্মকর্তা ও কর্মচারীরা। গোপনেই তাদের এসকল সভা সেমিনার করে থাকনে তারা। এই আলো এনজিওর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগও রয়েছে। যেমন- প্রশিক্ষণ বা অন্যান্য সভা সেমিনারে শত ভাগ উপজাতীদের প্রধান্য দেওয়া বাঙালিদের সাথে বৈষম্য করাসহ সভায় জন উপস্থিতি ছয়-নয় দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। মূলত এসব অনিয়ম দর্নীতিকে ঢাকার জন্যই তারা কোনো সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সভায় আমন্ত্রণ করেন বলে জানা যায়।