আল-মামুন,খাগড়াছড়ি:: খাগড়াছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসব মুখোর পরিবেশে জাতীয় শ্রমিকলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় সঙ্গিতের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানিকতা শুরু হয়।
পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন নেতাকর্মীরা। এ সময় আনন্দে মেতে উঠেন নেতাকর্মীরা। জাতীয় শ্রমিকলীগের খাগড়াছড়ি জেলা সভাপতি জানু সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার।
এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের নেতা কামাল উদ্দিন পাঠোয়ারী,খাগড়াছড়ির সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার রইস উদ্দিন, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি ফরিদ-উদ-জামান স্বাধীন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এস এম ইউছুফ আলী,মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মো: হাসান প্রমূখ। পরে নেতাকর্মীদের মধ্যে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক বিতরণ করে একে অপরের সাথে আনন্দ বিনিময় করেন।