মহালছড়ি প্রতিনিধি:: খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজলোর বিভিন্ন ইউনিয়নে এবং বিভিন্ন ওয়ার্ডে প্রায় দুই থকেে আড়াইশো পরবিাররে মাঝে বন্যা তো এবং ক্ষতগ্রিস্তদরে মাঝে মহালছড়ি উপজলো বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন র্দুগতদরে মাঝে ত্রাণ সামগ্রী বতিরণ করে
৫ কজেি চাঊল, ২ কজেি আালু, হাফ কজেি ডাল, আড়াইশো গ্রাম সয়াবনি তলে একটি প্যাকটে করে মহালছড়ি উপজলো বএিনপরি অঙ্গ সহযোগী সংগঠনরে সহ উদ্যোগে উপজলো বএিনপি সভাপতি মোঃ আনোয়ার হোসন এর মাধ্যমে ঘুরে ঘুরে বিভিন্ন এলাকায় এ ত্রাণ বতিরণ র্কাযক্রম পরচিালনা করা হয়।
মহালছড়ি সদর,চট্টগ্রাম পাড়া, সিলেটিপাড়া, নতুন পাড়া, চোংড়াছড়ি গুচ্ছগ্রাম এলাকা, কাটং টিলা, লেমুছড়ি, পাকজিা ছড়ি।