নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থদের উদ্ধার অভিযান ও খাদ্য সামগ্রি বিতরণ করছেন রামগড় জোন।
বৃহস্পতিবার (২২ আগস্ট ২০২৪) ভোর থেকে রামগড় উপজেলা বিভিন্ন এলাকায় বাড়তে শুরু করে পানি। ফলে বিভিন্ন এলাকায় পানি ডুকে পরিবার-পরিজন, গবাদিপশুসহ আসবাবপত্র ও মালামালের বিভিন্ন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এসময় উদ্ধার অভিযান পরিচালনা করেন রামগড় জোন।
এসময় ক্ষতিগ্রস্থ যোতিচর এলাকায় ৬০ পরিবার, চা বাগান বাজার টিলা এলাকায় ২৫ পরিবার, বাগান বাজার ৩৮টি পরিবার, পূর্ব পুরান রামগড় ১১টি পরিবার ও দক্ষিণ পুরান রামগড় ৩৫টি পরিবারের মাঝে চাউল পাঁচ কেজি ডাল ২ কেজি আলু ৩ কেজি পেঁয়াজ ১ কেজি তেল এক কেজি লবণ এক কেজি এবং শুকনা খাবার চিড়া মুড়ি বিস্কিট পানি গুড় কলা বিতরণ করছেন।
এছাড়াও অতিবৃষ্টির ফলে রামগড় উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে করে যানচলাচল বন্ধ রয়েছে। রামগড় জোন সড়ক যোগাযোগ সচল করার জন্য কাজ করছে।