নুরুল আলম: খাগড়াছড়ির গুইমারা উপজেলার গুইমারা ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার জয়নুল আবেদীন প্রতিষ্ঠানটির কয়েকটি শ্রেণিকক্ষ দখল করে দীর্ঘদিন বসবাস করছেন। বার বার অভিযোগের পরও সুপার জয়নালকে শ্রেনীকক্ষ থেকে সড়ানো যাচ্ছে না এমনটাই উল্লেখ করে স্থানীয়রা তার খুটির জোড় কোথায় জানতে চায়?
স্থানীয় ও মাদরাসা সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের বাজারপাড়ায় ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয় গুইমারা ইসলামিয়া দাখিল মাদরাসা। প্রতিষ্ঠানটিতে গুইমারা বাইল্যাছড়ি ও সিন্দুকছড়ির কয়েকটি গ্রামের প্রায় ৪৪৫ জন শিক্ষার্থী অধ্যয়নরত। এছাড়া ১৬ জন শিক্ষকসহ ৪ জন কর্মচারী আছেন। মাদরাসাটি ২০০০ সালে এমপিওভুক্ত হয়।
দেখা যায়, একটি শ্রেণিকক্ষ দখল করে খাট, আলমারি, সোফাসহ বসবাসের বিভিন্ন আসবাবপত্র রেখেছেন মাদরাসা সুপার জয়নুল আবেদীন। এটিই তার শয়নকক্ষ, এখানেই তিনি তার পরিবার নিয়ে বসবাস করেন।
বিষয়টি নিয়ে সুপার জয়নুল আবেদীন বলেন, পূর্বের কমিটির অনুমতিক্রমে আমি এখানে বসবাস করছি। বর্তমানে নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি যদি আমাকে এখান থেকে সড়ে যেতে বলে তাহলে আমি এখান থেকে সড়ে যাবো।
গুইমারা মাদ্রাসা পরিচালনা কমিটির নব-নির্বাচিত সভাপতি ইখতেয়ার চৌধুরী বলেন, সুপার জয়নাল আবেদীন পূর্বের কমিটির অনুমতিক্রমে বসবাস করছেন। তবে বর্তমানে মাদ্রাসার শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি হচ্ছে। আমাদের পর্যাপ্ত পরিমানে শ্রেণীকক্ষ প্রয়োজন। দ্রুতই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। আলোচনার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিষয়টি নিয়ে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, মাদ্রাসার সুপার জয়নুল আবেদীন শ্রেনীকক্ষ দখল করে সপরিবারের বসবাসের বিষয়টি পূর্বের ম্যানেজিং কমিটির সভাপতি শাহ আলম অভিযোগ করেছিলেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।