ইব্রাহিম হোসেন, মাটিরাঙ্গা :: মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন যুগ্ম-সচিব।রবিবার (১১ অক্টোবর) সকাল ৮ ঘটিকার সময় মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (উন্নয়ন) অধিশাখার সাইফুল্লাহিল আজম।
মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি বিভিন্ন সমস্যা নিয়ে ডাক্তার, নার্স, অফিস স্টাফ ও রোগীদের সাথে কথা বলেন।
এছাড়াও তিনি মাটিরাঙ্গা উপজেলার সাপমারা কমিউনিটি ক্লিনিক সেন্টার পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন ডাঃ নুপুর কান্তি দাশ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খায়রুল আলম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আনোয়ার পাশা’সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।