নুরুল আলম:: দেশে বিরাজমান পরিস্থিতির ফলে রাঙামাটির কাপ্তাইয়ে পর্যটন ব্যবসায় ধস নেমেছে। পর্যটন শূন্য বিনোদন কেন্দ্রগুলোতে কর্মকর্তা-কর্মচারীরা অলস সময় পার করছেন। লাখ লাখ টাকা বিনিয়োগ করে ধসের হিসাব করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
কাপ্তাইয়ের সব চেয়ে বড় পর্যটন কেন্দ্র নিসর্গ পড হাউজ এন্ড রেস্টুরেন্টের পরিচালক মো. সরোয়ার হোসেন জানান, চলমান পরিস্থিত ফলে পর্যটন শূন্য কাপ্তাই। সকল বুকিং বাতিল করা হয়েছে। ব্যবসায় ধস নেমেছে। প্রায় ৩০ জন শ্রমিক/কর্মচারীকে বসিয়ে বেতন দিতে হচ্ছে। পরিস্থিতি ভাল না হলে ব্যবসা একেবারে বন্ধ করে দেয়া ছাড়া আর কোন উপায় নেই।
তিনি জানান, সকল বিনোদন কেন্দ্রগুলোর একই পরিস্থিতি। কোন পর্যটক জীবনের ঝুঁকি নিয়ে ঘুরতে আসছে না।
কাপ্তাই বন বিভাগের প্রশান্তি পার্কের পরিচালক এএসএম মহিউদ্দিন চৌধুরী মিশু জানান, দেশে চলমান অস্থিতিশীল পরিস্থতির কারণে গত এক সপ্তাহ যাবৎ একটি টিকিটও বিক্রি হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটকরা হয়তো সামনে আসবে বলে মনে করে তিনি।
স্থানীয় কয়েকজন জানান, বিনোদন তো দূরের কথা, তারাও ঘর থেকে বাইরে বের হননি। তবে পরিস্থতি স্বাভাবিক হলে সব আবার আগের মতো হয়ে আসবে বলে তারা আশা করছেন।