নুরুল আলম:: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড় কেটে মাটি বিক্রি করার অপরাধ দু’ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১০ জুলাই) উপজেলার মডেল টাউন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, উপজেলার মডেল টাউন এলাকায় মো. হারুন এবং শান্তি বিকাশ চাকমা নামের দু’ব্যক্তি গোপনে পাহাড় কেটে মাটি বিক্রি করছে এমন সংবাদ পাওয়ার পর ওই এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এরপর ঘটনাস্থলে হারুনকে ৫০ হাজার টাকা এবং শান্তি বিকাশ চাকমাকে এক লাখ জরিমানা প্রদান করা হয়। এসময় পাহাড় কাটার সরঞ্জমাদি জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) শিরীন আক্তার।
অভিযান পরিচালনাকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) বলেন, দীর্ঘদিন থেকে লোকচক্ষুর আড়ালে একটি চক্র পাহাড় কেটে বিভিন্ন নিচু জায়গা ভরাটের জন্য মাটি বিক্রি করছে এমন সংবাদ পেয়ে সরেজমিন পরিদর্শন করে দু’ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে বলে যোগ করেন ম্যাজিস্ট্রেট।