নুরুল আলম:: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় কাচালং নদীর স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হওয়া বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র কৃতিত্ব চাকমার মরদেহ দু’দিন পর উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার।
এর আগে মঙ্গলবার বিকেলে কৃতিত্ব চাকমা সহপাঠীদের সাথে বাঘাইছড়ি পৌরসভার ৮নং ওয়ার্ডের নারিকেল বাগান সড়ক হেঁটে পার হওয়ার সময় পা পিছলে পড়ে গিয়ে নদীর পানিতে তলিয়ে যায়।
এ নিয়ে গত দু’দিনে বাঘাইছড়িতে নদীর পানিতে ডুবে দুই কিশোর-শিশুর মৃত্যু ঘটে।