নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলা তিনটহরী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বড়ডলু ডিপি পাড়া নামক স্থানে কাপ্তাই ক্ষতিগ্রস্ত প্রজা হিসেবে ১৯৬২-৬৩ সালে প্রায় ২শতাধিক পরিবারকে পূর্ণবাসন করেন তৎকালীন সরকার। তৎকালীন সময় এ পাড়া বসবাসকারীদের চলাচলের রাস্তা হিসেবে আমির হোসেন লিডার বাড়ি আবুল খায়েরের বাড়ি, আসারুজ্জামানের বাড়ি, সিদ্দিক আহম্মদ এর বাড়ি, আহাম্মদ মিয়ার বাড়িও অন্যান্য লোকজন বসবাস করতো। উভয়ে বাড়ির মাঝখান দিয়ে চলাচল রাস্তা ছিলো এবং মসজিদে আসা যাওয়া ও হাটবাজারে যাওয়ার ও জমিতে চাষাবাদ করার জন্য রাস্তাটি ব্যবহার করা হতো। রাস্তাটি বন্ধ করে দেওয়া জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে। রাস্তাটি বন্ধ হয়ে গেলে এলাকার লোকজনের ভোগান্তি বেড়ে যাবে।
বর্তমানে ঐ রাস্তা বন্ধ নিয়ে আবুল খায়ের, শফিউল হক ও আসারুজ্জামানের ছেলেদের সাথে বিতর্কের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, এই বিতর্ক যেকোনো মূহুর্তেই হাতাহাতি কিংবা দাঙ্গা হামলায় পরিনত হওয়ার আশঙ্খা রয়েছে।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, এভাবে জনসাধারণের চলাচল রাস্তা বন্ধ করতে গেলে এলাকায় দাঙ্গা-হামলা সৃষ্টি হতে পারে। তাই বিষয়টি নিয়ে দ্রুত সমাধানের জন্য প্রশাসনের সহযোগিতা হস্তক্ষেপ করেন। বর্তমানে অন্যের রেকর্ডীয় জায়গায় জোরপূর্বক একটি মহল নতুন করে রাস্তা নির্মাণের পায়তারা করছে।
অবৈধ ভাবে অন্যের জায়গা দখল করে রাস্তা নির্মাণকারীদের মধ্যে এক ব্যক্তি ধাম্ভিক ভাবে বলেন, এতদিন যে রাস্তা দিয়ে মানুষজন চলাচল করতো সেটি আমাদের দয়া ছিল। বর্তমানে রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে।
বিষয়টি নিয়ে ২৫ জুন ২০২৪ সিন্দুকছড়ি সেনা জোনের মাসিক আইনশৃঙ্খলা সভায় এ প্রতিনিধি এলাকা পরিদর্শন করে বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করেন, এবং দ্রুত সমাধানের জন্য দাবী করলে সিন্দুকছড়ি জোন কমান্ডার যৌগ্যছলা ইউপি চেয়ারম্যানকে বিষয়টি সমাধানের জন্য দায়িত্ব প্রদান করা হয়।