নুরুল আলম:: ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে মঙ্গলবার (২৮মে) সকাল থেকে ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে পাহাড় ধসে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক-দীঘিনালা সড়কে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ফলে সাজেকে আটকা পড়েছেন শতাধিক পর্যটক। এদিকে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
পাহাড় ধসের ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া না গেলেও সড়কের দুই পাশে আটকা পড়েছে বহু যানবাহন। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। সাজেকের মাচালং ও বাঘাইহাট বাজার, বহু ঘর-বাড়ি, স্কুল এবং মাছের পুকুর পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করে বলেন, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে উপজেলায় পাহাড় ধস ও নিম্নাঞ্চল এলাকা প্লাবিত হয়েছে।
বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করেছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আকর্ষিক বন্যায় সড়ক ও ঘরবাড়ি তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যাকবলিত অসহায় মানুষ আশ্রয় নিয়েছে বিভিন্ন স্কুল মাদ্রাসায়। এসব আশ্রিত মানুষের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সিক্স বেঙ্গল বাঘাইহাট জোন।
বুধবার (২৯ মে) সকাল ১০ টায় সাজেকের বাঘাইহাট এলাকায় এসব খাবার সামগ্রী বিতরণ করেন সেনাবাহিনীর বাঘাইহাট জোন কমান্ডার লে. কর্নেল খায়রুল আমিন।
এসময় উপস্থিত ছিলেন বাঘাইহাট জোনের ভারর্প্রাপ্ত উপ-অধিনায়ক ক্যাপ্টেন তানভির আহমেদ ও বাঘাইহাট বাজার ব্যবসায়ী সভাপতি ডা. নাজিম উদ্দীন।
এছাড়া উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সাজেক মাচালং সড়ক তলিয়ে গতকাল সাজেক পর্যটন কেন্দ্রে আটকে পড়া ১২০ জন পর্যটক সড়কের পানি নেমে যাওয়ায় ফিরতে শুরু করেছে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার পর্যটকদের ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেন।