শিরোনাম
সোম. ডিসে ২৩, ২০২৪

নুরুল আলম:: লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে স্থগিত হওয়া দুই কেন্দ্রের ভোট আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপে অনুষ্ঠিত খাগড়াছড়ি জেলার কেন্দ্র দুটি দখলের চেষ্টায় স্থগিত হয়।

সোমবার (২০ মে ২০২৪) এ তথ্য জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম। গত ১৯ মে বিশেষ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গত ৮ মে ১ম ধাপের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হওয়ার পর সকাল দশটার দিকে সন্ত্রাসীরা লক্ষ্মীছড়ি উপজেলার যতীন্দ্র কার্বারি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টা করলে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

একই উপজেলার দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি থেকে চারটি ভোট ভর্তি ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায় সন্ত্রাসীরা। ভোট শেষ হওয়ার কিছুক্ষণ আগে ব্যালট বাক্স ছিনতাই হওয়ায় কেন্দ্রটির ভোট স্থগিত ঘোষণা করেছিলো পিসাইডিং অফিসার।

খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম জানান, কেন্দ্র দুইটিতে গুরুত্ব দিয়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। কয়েক স্তরে নিরাপত্তায় কাজ করবে আইনশৃংখলা বাহিনী।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!