নুরুল আলম:: খাগড়াছড়িতে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেছে ছাত্রলীগ। বেলা সাড়ে ১১ টায় সরকারি কলেজ প্রাঙ্গণে জেলা ছাত্রলীগের উদ্যোগে এর আয়োজন করে।
পরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ছাত্রলীগের উদ্যোগে সমাবেশ ও পদযাত্রা করেন তারা।
কেন্দ্রীয় ছাত্রলীগ ঘোষিত কর্মসূচিতে বক্তারা ফিলিস্তিনে শিক্ষার্থীদের উপর নির্মম অন্যায় অত্যাচার বন্ধের দাবি জানিয়েছেন।
এ সময় জেলা ছাত্রলীগের নেতা মো. মনির হোসেন, জিৎ জয় ত্রিপুরা, নুরুচ্ছাফা চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।