নিজস্ব প্রতিনিধি, নানিয়ারচর: আসন্ন পবিত্র ঈদুল ফিতর, বিজু, সাংগ্রাই ও নববর্ষ উৎসব ঘিরে রাঙামাটির পর্যটন সংশ্লিষ্টস্টেকহোল্ডারদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা শহরের আবাসিক হোটেল, রেস্তোরাঁ, সিএনজি, বোট ও লঞ্চ মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার)।
সভায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর, বিজু, সাংগ্রাই ও নববর্ষ উৎসবকে কেন্দ্র করে রাঙামাটিতে আগত পর্যটকদের নিরাপত্তা, হয়রানিরোধ সহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।
এসময় রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পর্যটন সংশ্লিষ্টস্টেকহোল্ডার এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।