নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৩ লাখ টাকার চিনিসহ দুই চোরাচালানকারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ মার্চ) রাতে মাটিরাঙ্গা ইসলামপুর হতে তাদের কে গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন, রামগড় গর্জন টিলার মীর হোসেনের ছেলে মোশারফ হোসেন (২৫) ও পানছড়ি-টিএন্ডটি এলাকার মশিউর রহমানের ছেলে মোমিনুল ইসলাম (১৮)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মাটিরাঙ্গা পৌর সভার ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪৫ বস্তা অবৈধ চিনিসহ তাদের কে আটক করা হয়।যার বর্তমান বাজার মুল্য ৩ লাখ ১৫ হাজার টাকা। একই সাথে চিনি বহন কারি একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ২২-৬৩৬২) জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার মুক্তা ধর জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। বিধি মোতাবেক যথা সময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।