নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার প্রান্তিক নারী ও কিশোরীদের ক্ষমতায়নে কর্ম-উদ্যোগ প্রোগ্রাম আন্ডার উইমেন ভয়েস এন্ড লিডারশীপ প্রজেক্ট সংক্রান্ত বিষয়ে গুইমারায় পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।
মঙ্গলবার (১২ মার্চ ২০২৪) সকালে খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি আয়োজনে অনুষ্ঠিত পরামর্শমূলক সভায় প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা। এছাড়া অন্যান্যদের মধ্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তার, যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির এফও পাইসাউ মারমাসহ নারী ও কিশোরী সদস্যরা উপস্থিত থেকে সভায় অংশ গ্রহণ করেন।
উক্ত সভার সঞ্চালনার দায়িত্বে ছিলেন, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির কো-অর্ডিনেটর গীতিকা ত্রিপুরা।