নুরুল আলম:: “দুর্যোগের প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো” এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার গুইমারায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা ভাইস চেয়ারম্যান কংজরী মারমা।
রবিবার (১০ মার্চ ২০২৪) সকালে গুইমারা উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ) ও এসিসটেন্স ফর দি লাইভলিহুড অফ দি অরিজিন্স (আলো) এর আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এর টেকনিক্যাল অফিসার কথিকা খীসা, আলো সংস্থার মনিটরিং অফিসার সৌমেন তালুকদার, গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম প্রমূখ।
উপস্থিত অতিথিরা বলেন, দিনটি উদযাপনের মূল উদ্দেশ্য প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে রাখতে বেসরকারি সংস্থা, সুশীল সমাজসহ সর্বস্তরের জনগণকে সচেতন করা।