শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

১৫ বছর ধরে একই দিনে বাৎসরিক শ্রাদ্ধক্রীয়া

পিতা-মাতার আত্মার শান্তি কামনায় সন্তানরা

নুরুল আলম: খাগড়াছড়িতে পিতা-মাতার আত্মার শান্তি ও সদগতি কামনায় ১৫তম বাৎসরিক শ্রাদ্ধ ক্রীয়া করেছে চারপুত্র। প্রতিবছর স্বর্গীয় পিতা শ্রী জলধর দে ও মাতা শ্রীমতি প্রতিভা রাণী দে’র স্মরণে আত্মার শান্তি ও বিশেষ মঙ্গল কামনা করে আয়োজন করা হয় গীতাযজ্ঞ’র।

ধারাবাহিক ভাবে বিগত ১৫ বছর ধরে আনন্দনগর ও স্লুইচ গেইট নিউজিল্যান্ড রোডের নিজ বাড়ীতে ৪ পূত্র সন্তান ধর্মীয় নানা আনুষ্ঠানিকতায় এ দিনটি পালন করে আসছে। পুত্র বিশিষ্ট ব্যবসায়ী রতন দে,কাজল দে,সজল দে,উজ্জল দে ও পুত্রবধুরা খাগড়াছড়ির প্রতিভা নিকেতনে প্রতিবছর মতো এবারো ১লা মার্চ ২০২৪ (শুক্রবার) এ আয়োজন করে।

এ আয়োজনে খাগড়াছড়ির হাজার হাজার নানা ধর্মীয় মানুষ অংশ নিয়ে স্বর্গীয় পিতা জলধর দে ও মাতা প্রতিভা রাণী দে’র স্মরণে আত্মার শান্তি কামনায় করেন এবং মধ্যাহৃভোজে অংশ নেয়। অনুষ্ঠানে পিতা-মাতার আত্মার শান্তি কামনা করে আর্শিবাদ কামনা করেন। আয়োজিত গীতাযজ্ঞে পুরোহিত্য শ্রীমৎ স্বামী রণনাথ ব্রহ্মচারী ও গীতা পাঠক শ্রী সৌমেন ভট্টাচার্য্য এতে অংশ নেন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!