শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

রাঙামাটিতে সেনা রিজিয়নের মানবিক সহায়তা ও শীতবস্ত্র বিতরণ

নুরুল আলম: সম্প্রীতি উন্নয়ন কর্মসূচির আওতায় রাঙামাটিতে বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটি রিজিয়নের উদ্যোগে দুঃস্থ, অসহায় ও সমস্যাগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা, শীতবস্ত্র বিতরণ এবং আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) বিগেডের প্রান্তিক হল প্রাঙ্গণে এসব সামগ্রী ও নগদ সহায়তা উপকারভোগীদের হাতে তুলে দেন, রাঙামাটি সেনা রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ।

অসহায় ও দুস্থ পাহাড়ি-বাঙালিদের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন, ঘর মেরামতের জন্য ঢেউ টিন, বয়োবৃদ্ধদের জন্য হুইল চেয়ার এবং দুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য নগদ ১ লাখ ৮৩ হাজার ৩৫০ টাকাসহ সর্বমোট ২ লাখ ২২ হাজার ৮৫০ টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়। এছাড়াও দরিদ্র নারীদের মাঝে শীতের কাপড় ও কম্বল বিতরণ করা হয়।

এসব সামগ্রী বিতরণকালে সেনা রিজিয়নের জিটুআই মেজর তাজদিক বিন নজরুল এবং মেজর মো. আসফিকুর রহমান উপস্থিত ছিলেন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!