শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪

গুইমারার হাতিমুড়ায় বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত

আল-মামুন, খাগড়াছড়ি:: খাগড়াছড়ির গুইমারা উপজেলাধীন হাতিমুড়ায় চট্টগ্রামগামী শান্তি পরিবহনের চাপায় মোটরসাইকেলের চালক মো. শহিদুল আলম (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারী ২০২৪) এ মর্মাতিক দূর্ঘটনা ঘটে। সে ফটিকছড়ি উপজেলার সুয়াবিলের মো.বাবর আলীর পুত্র বলে জানা গেছে।

এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর যুবক মো.ইমতিয়াজ উদ্দিন দুর্জয় (২৫) আহত হয়ে মানিকছড়ি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সময় বাস-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে গুরুত্বর আহত হয় ঐ যুবক। পরে কর্তব্যরত ডাক্তার ডা. মহিউদ্দিন তাকে মৃত ঘোষনা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফুল আমিন বলেন, বাস জব্দ করা হয়েছে। এ বিষয়টি আইনি পদক্ষেপ নেয়া হবে এবং প্রক্রিয়া চলমান আছে বলে তিনি জানান।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!