নুরুল আলম:: খাগড়াছড়ি সেক্টরের বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর ব্যবস্থাপনায় বাঘাইছড়ি উপজেলার হাগালাছাড়া, মুসলিমপাড়া, ১০ নং বাঘাইহাট, হাজাছড়া এবং বামে-বাইবাছড়া এলাকার শীতার্ত ১শত পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান, পিএসসি, জি।
এসময় উপস্থিত ছিলেন মেজর মো. নাজমুল হাসান, এএমসি, ভারপ্রাপ্ত উপ অধিনায়ক, সহকারী পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক ভূইয়া। এসময় শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।