খাগড়াছড়ি পুলিশের অভিযান অব্যাহত
আল-মামুন:: খাগড়াছড়ি জেলা সদরের এক বাড়িতে দুর্ধষ ডাকাতি ও এক প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এখনো অভিযান চলছে। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় তাদের আটক করা হয়। তবে পুলিশের পক্ষ থেকে আটককৃতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
মামলা সূত্রে জানা যায়, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে জেলা সদরের গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের সামনে বলপাইয়্যে আদাম গ্রামের বিন্দু লাল চাকমার বাড়িতে ডাকাতি ও গণধর্ষণের ঘটনার অভিযোগ করা হয়।
ডাকাত দলের সদস্যরা ডাকাতিকালে একটি কক্ষে বৃদ্ধি প্রতিবন্ধী মেয়ে (২৬) কে হাত, পা ও মুখ ওড়না দিয়ে বেঁধে রেখে গণধর্ষণ করার অভিযোগ আনা হয় এতে। এসময় তারা কানের দুল, আংটিসহ অন্তত ৩ ভরি স্বর্নালঙ্কার, মোবাইল ফোন সেট নিয়ে যায় বলে উল্লেখ করা হয়।
ধর্ষণের শিকার বুদ্ধি প্রতিবন্ধী নারী খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। তিনি এখন সুস্থ আছন বলে জানিয়েছেন খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক ডাক্তার পূর্ণজীবন চাকমা।
এদিকে অভিযানের বিষয়ে খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ জানান, ডাকাতি ও ধর্ষণের অভিযোগে করার মামলায় অগ্রগতি হয়েছে এবং অভিযান চলছে। দ্রুততম সময়ের মধ্যে এ বিষয়ে প্রেস ব্রিফিং ডেকে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।
খাগড়াছড়ি সদর থানার (ওসি) মো: আব্দুর রশিদ জানান, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তারের বিষয় স্বীকার করে এখনো চট্টগ্রামে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।