শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

নুরুল আলম:: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮নং খাগড়াছড়ি আসনে বিপুল ব্যবধানে তৃতীয়বারের মতো হ্যাট্রিক জয় লাভ করছেনে আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা।

গুইমারা উপজেলায় ১৩টি কেন্দ্রে মোট ৩৪হাজার ৬শত ৫২ জন ভোটার এর মধ্যে নৌকার প্রতীকের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা মোট ভোট পেয়েছেন ১২ হাজার ৯ শত ৩৩টি, জাতীয়পাটির লাঙ্গল প্রতীকের প্রার্থী মিথিলা রোয়াজা পেয়েছেন ২৭৮টি, তৃণমূল বিএনপির সোনালী আঁশ (পাট) প্রতীকের প্রার্থী উশ্যেপ্রু মারমা পেয়েছেন ২ হাজার ৬ শত ৬০টি এবং সতন্ত্র প্রার্থী আম প্রতীকের মোঃ মোস্তফা পেয়েছেন ৪শত ৬টি ভোট।

উল্লেখ্য, খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলার মোট ১৯৬টি কেন্দ্রের ফলাফলে বেসরকারি হিসাবে কুজেন্দ্র লাল ত্রিপুরা ২ লাখ ২০ হাজার, ৮১৬ ভোট পেয়ে জয় লাভ করনে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থীর মিথিলা রোয়াজা পেয়েছেন ১০ হাজার ৯৩৮ ভোট। ফলে নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা প্রায় ২ লাখ ১০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী অর্জন করে।

নির্বাচনের বিষয়ে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী বলেন, প্রশাসনের নজরদারি কারনে নির্বাচন সুষ্ঠ হয়েছে। ভোটাররা কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেছেন।

গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা বলেন, নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হয়েছে। কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটলেও প্রশাসনের সার্বক্ষনিক নজরদারির কারনে কোথাও তেমন কোনো অপৃতিকর ঘটনা ঘটেনি। এলাকাবাসী তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এবং নির্বাচনের যে ফলাফল প্রকাশ করা হয়েছে এতে সবাই সন্তুষ্টি প্রকাশ করেন।

 

 

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!