নিজস্ব প্রতিবেদক:: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচার ও গণসংযোগ নিয়ে ব্যস্ত সময় পার করছেন ঢাকা-১১ সংসদীয় আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াকিল উদ্দিন।
তিনি সোমবার (২৫ ডিসেম্বর) বাড্ডা থানাধীন ২১ ও ৯৭ ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেন। গণসংযোগকালে মো. ওয়াকিল উদ্দিন বলেন, ‘কোন পক্ষের জন্যই প্রচার-প্রচারণায় বাধা নেই, নির্বাচনী মাঠ সকল প্রার্থীর জন্য সমান। এছাড়া মানুষ স্বতস্ফূর্তভাবে নৌকার প্রচারণায় মাঠে নেমে এসেছে। নৌকার পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে।’
তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। এটা বঙ্গবন্ধুর নৌকা, শেখ হাসিনার নৌকা। আমার প্রত্যাশা, আপনারা এই নৌকাকে বিজয়ী করে আমাকে জাতীয় সংসদে পাঠাবেন। নৌকা আমাদের গর্ব, নৌকা আমাদের স্বাধীনতার প্রতীক।’
এ সময় তিনি এই ওয়ার্ড দুটির ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরে নৌকার জন্য ভোট চান। তিনি সকল স্তরের মানুষজনের সমস্যার কথা শোনেন এবং নির্বাচনের পর এলাকাসীর সকল ধরনের সমস্যা সমাধানের আশ্বাস দেন। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘নির্বাচনের পরেও আমি আপনাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখবো এবং আপনাদের সুখে-দুঃখে পাশে থাকবো।’
গণসংযোগকালে ভোটারদের মধ্যে সরকারের নানা রকম উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে এই বীর মুক্তিযোদ্ধা বলেন, ‘শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে অল্প সময়ের মধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটেছে। শেখ হাসিনা তার দূরদর্শী চিন্তার মাধ্যমে সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, কাঠামোগত রূপান্তর ঘটানো ও উল্লেখযোগ্য সামাজিক অগ্রগতির মাধ্যমে বাংলাদেশকে দ্রুত উন্নয়নের পথে নিয়ে এসেছেন। এই সরকার দ্রুতগতি সম্পন্ন বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মতো সফলতা দেখিয়েছে।’
ঢাকা-১১ আসেনর এই নৌকার প্রার্থী বলেন, ‘শেখ হাসিনার প্রচেষ্টায় বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলায় পরিণত হতে যাচ্ছে। তার গতিশীল নেতৃত্বের কারণে দীর্ঘ মেয়াদী পরিকল্পনাসমূহ বাস্তবায়ন হয়েছে। এমডিজি অর্জন, এসডিজি বাস্তবায়নসহ শিক্ষা, স্বাস্থ্য, লিঙ্গ সমতা, কৃষি, দারিদ্র্যসীমা হ্রাস, গড় আয়ু বৃদ্ধি, রপ্তানিমুখী শিল্পায়ন, শতাধিকের বেশি বিশেষ অর্থনৈতিক অঞ্চল, পোশাক শিল্প, ঔষধ শিল্প, রপ্তানি আয় বৃদ্ধিসহ নানা অর্থনৈতিক সূচকে দেশ এগিয়ে গিয়েছে।’
তিনি বলেন, ‘শেখ হাসিনার সরকার পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা গভীর সমুদ্র বন্দর, ঢাকা মেট্রোরেলসহ দেশের মেগা প্রকল্পসমূহ বাস্তবায়ন করেছে। শিক্ষা, শিশু মৃত্যুহার কমানো এবং দারিদ্র হ্রাসকরণের ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য উন্নতি প্রদর্শন করতে সক্ষম হয়েছে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন হয়েছে এখন স্মার্ট বাংলাদেশ স্বপ্নকে বাস্তবতায় রূপ দিতে নৌকাকে বিজয়ী করতে হবে।’
এছাড়া তিনি হিন্দু কল্যাণ সোসাইটিতে নির্বাচনী পথসভায় বক্তব্য দেন ও তাদের সাথে আগামী নির্বাচন নিয়ে মতবিনিময় করেন।