চাইথোযাইমং মারমা, রাঙ্গামাটি :রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস নানান কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হয়। শনিবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষ্যে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠান সূচনা করা হয়। সকাল ৮ টায় পরিষদ মাঠে কুচকাওয়াজ, ডিসপ্লে, ক্রীড়া প্রতিযোগিতা এবং মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা কুচকাওয়াজ এর সালাম গ্রহণ করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন রাজস্থলী সার্কেলর সহকারী পুলিশ সুপার মোঃ সাইকুল আহমেদ ভুঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন চৌধুরী , রাজস্থলী সরকারি কলেজের অধ্যক্ষ উপানন্দ দাশ, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, উপজেলা সরকারি কর্মকর্তা, কর্মচারী, মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, পেশাজীবী সহ বিভিন্ন পেশার মানুষ উপস্হিত ছিলেন।পরে মুক্তিযোদ্ধা সংবর্ধনা, কুচকাওয়াজ ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে ভোর সাড়ে ৬ .২৩ মি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে নানা শ্রেণী পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটি স্মরণ করেন।
এদিকে দিবসটি উপলক্ষে রাজস্থলী উপজেলা আ’লীগ এর অঙ্গসংগঠন সমূহের উদ্যোগে উপজেলা সদর কেন্দ্রীয় শহীদ মিনারে ও জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি উবাচ মারমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, সহ সভাপতি ও ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, সাধারণ সম্পাদক ও গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ,ক্যসাচিং মারমা মিলন, অংছাইনু মারমা,মিঠুল চন্দ্র দে,হারাধন কর্মকার,উথোয়াইচিং মারমা, লংবতি ত্রিপুরা, মংএতি মারমা, ধনারাম কর্মকার,অংসুইচিং মারমা বিজয়, জয়নুল আবেদীন তালুকদারসহ দলের নেতাকর্মী উপস্হিত অংশগহণ করেন।
অন্য দিকে বাঙ্গালহালিয়া ইউপি শাখা বাংলাদেশ আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের উদ্যেগের সকালে তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরা জড়ো হয়ে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ হতে ব্যান্ড পার্টি বাজিয়ে র্যালী বের করে বাজার প্রদক্ষিণ করে বাঙালহালিয়া সরকারী কলেজ শহীদ মিনারে পুষ্পক অর্পণ করা হয়েছে।