নিজস্ব প্রতিবেদক, রাজস্থলি:: বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার তথ্য ও পর্যবেক্ষণ সোসাইটি(মাতপর্স ওয়াল্ড)MTPS রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা শাখার আয়োজনে বাঙ্গালহালিয়াতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
” সবার জন্য মর্যাদা,স্বাধীনতা এবং ন্যায়বিচার” প্রতিপাদ্যে আলোচনা সভায় উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃহাবীবুল্লাহ মিসবাহ সঞ্চালনায়,সভাপতিত্ব করেন মোঃ কায়েস তালুকদার,অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন-রাজস্থলী শাখার মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি(মাতপর্স ওয়াল্ড)এর মোঃ নজুরুল ইসলাম ২, সহ-সাধারণ সম্পাদক মিন্টু কান্তি নাথ(সাংবাদিক),সাংগঠনিক সম্পাদক বিভু সেন,অর্থ সম্পাদক রিটন দাশ,বাঙ্গালহালিয়া ইউনিয়ন মানবাধিকার তথ্য ও পর্যবেক্ষণ সোসাইটির নতুন কমিটির মিঠু কন্টাকটার,মোঃ শাহা-আলম,মোঃ নজরুল ইসলাম শেখ,মোঃ কাসেম,অসীম বড়ুয়া,মোঃ ফারুক,মহিলা সম্পাদিকা সুমা চৌধুরী,সাংবাদিকবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপস্থিত মানবাধিকার কর্মীরা বক্তব্যে বলেন,জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার আদায়ের লক্ষে কাজ করে। মানবাধিকার সুরক্ষায় সকলকে কাজ করতে হবে। দরিদ্র জনগোষ্ঠী যাতে যেন এর সুফল পায় সে দিকে দৃষ্টি দিতে হবে। তারা যেন ন্যায় বিচার পায়। সকলের অধিকার সমুন্নত রাখার জন্য সচেষ্ট হতে হবে আমাদের।