নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারায় “আর্ন্তজাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী।
শনিবার (৯ ডিসেম্বর ২০২৩) সকালে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা। এছাড়াও গুইমারা থানার অফিসার ইনর্চাজ রাজিব চন্দ্র কর, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তার, হাফছড়ি ইউপি চেয়ারম্যান মংশে চৌধুরী, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলমসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশন এর গুইমারা উপজেলা কমিটির সভাপতি মোঃ নুরুল ওহাব।
সভায় বক্তরা বলেন, দূর্নীতি প্রতিরোধের জন্য সকলকে একসাথে কাজ করতে হবে। দূর্ণীতি সব জায়গায় আছে। সেই দুর্নীতিকে নিমূর্ল করে নিজ নিজ স্থান থেকে দূর্ণীতি মুক্ত সমাজ গড়ায় ভূমিকা রাখার জন্য আহ্বান জানান।