শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

অচিরেই চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে

নিজস্ব প্রতিবেদক:: ২রা ডিসেম্বর ২০২৩ পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশাল গণসমাবেশ সফল করার লক্ষ্যে খাগড়াছড়ি প্রচার মিছিল করেছে (এমএন লারমা সমর্থিত) পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস।

শুক্রবার বিকেলে খাগড়াছড়ি জেলা শহরের মহাজনপাড়া থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা সমর্থিত) কেন্দ্রীয় স্টাফ সদস্য রাজ্যময় চাকমার নেতৃত্বে আয়োজিত প্রচার মিছিলটি শহরের শাপলা চত্বর ঘুরে চেঙ্গী স্কয়ার দিয়ে সংক্ষিত সমাবেশ করে।

এতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা সমর্থিত) যুব সমিতির কেন্দ্রীয় সভাপতি জ্ঞান প্রিয় চাকমা,সাধারন সম্পাদক জগদিশ চাকমা,সাংগঠনিক সম্পাদক প্রতিভাস চাকমা,পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় সভাপতি সুজন চাকমা (ঝিমিট) এতে বক্তব্য রাখেন।

এতে বক্তারা, পার্বত্য চট্টগ্রাম চুক্তি (শান্তি চুন্তি নামে আখ্যায়িত) নিয়ে তালবাহানা করা হচ্ছে বলে উল্লেখ করে প্রহসণের চুক্তি আখ্যা দিয়ে অচিরেই চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে বলে হুশিয়ারী দেন। এ সময় ২রা ডিসেম্বর কমলছড়িতে আয়োজিত গণসমাবেশ সফল করতে সকলের প্রতি আহবান জানান বক্তারা।

 

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!