শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪

রাঙামাটিতে দু’দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন

॥ নিজস্ব প্রতিবেদক রাঙ্গামাটি ॥ জেলা শহর রাঙামাটিতে দু’দিনব্যাপী আয়কর মেলা ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) সকালে রাঙামাটির চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র হলরুমে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার ফিতা কেটে উদ্বোধন করেন রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রিজের সভাপতি মো: আব্দুল ওয়াদুদ।

আয়কর মেলা ২০ নভেম্বর থেকে শুরু হয়ে আগামী ২১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। দুই দিনব্যাপী এ মেলায় আয়কর রিটার্ন দাখিল, টিআইএন রেজিষ্ট্রেশন, নতুন করদাতাদের টিআইএন সনদ প্রদান, ব্যাংক-বুথে আয়করের টাকা জমা, আয়কর রিটার্ন ফরম সরবরাহ ও পূরণে সহযোগিতাসহ বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে।

এ সময় আব্দুল ওয়াদুদ বলেন, আগে রাঙামাটির মানুষ কষ্ট করে চট্টগ্রামে গিয়ে কর জমা দিয়ে আসতে হতো। কিন্তু এখন রাঙামাটি শহরের এ সেবা চালু হওয়ায় মানুষের সময়, অর্থ ও কষ্ট লাঘব হয়েছে।

চট্টগ্রাম কর অঞ্চল-৩ অতিরিক্ত কর কমিশনার মো. আমিনুল ইসলাম, কর পরিদর্শক মো. আজম আলী ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র পরিচালক উসামংসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!