নুরুল আলম:: খাগড়াছড়ির গুইমারা উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ, কৃষি বিভাগ ও আইনী সহায়তা কমিটির সাথে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী।
সোমবার (২০ নভেম্বর ২০২৩) সকালে গুইমারা উপজেলা পরিষদ হলরুমে খাগড়াছড়ি’র প্রান্তিক নারী ও কিশোরীদের ক্ষমতায়নে কর্ম-উদ্যোগ বিষয়ে খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির আয়োজনে দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তার, গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেনসহ কমিটিটির সদস্যরা। উক্ত বৈঠকের সঞ্চালনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির গীতিকা ত্রিপুরা।