নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ি জেলা শহর কলাবাগান এলাকা থেকে আধা কেজিগাঁজা ও গাঁজা বিক্রির অর্ধ লক্ষাধিক টাকাসহ সুফিয়া বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে খাগড়াছড়ি ডিবি পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় সাড়ে ৭ টার দিকে ঐ নারীকে আটক করা হয়।
খাগড়াছড়ি ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আব্দুল হান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের কলাবাগান এলাকায় অভিযান চালানো হয়। পরে মাদক ব্যবসায়ী সুফিয়া বেগমের ঘরে তল্লাশি চালালে গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৪৮ হাজার ৮ শ’ ৫৫ টাকাসহ ঐ নারীকে আটক করা হয়।
এছাড়া আটককৃত নারীর বিরুদ্ধে সদর থানাসহ জেলায় ৫ টি মাদক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সুফিয়া বেগম মাদক ব্যবসার সাথে জড়িত বলেও জানায় ডিবি পুলিশ।তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। যার মামলা নং-০৯, তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২০।