শিরোনাম
বৃহঃ. ডিসে ২৬, ২০২৪

স্মরণসভায় পাহাড়ে ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের আহ্বান

আল মামুন, খাগড়াছড়ি:: পাবর্ত্য চট্টগ্রামে ভ্রাতৃঘাতি সংঘাত ও হানাহানি বন্ধ করে শান্তি চুক্তি বাস্তবায়নে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সংসদ সদস্য মানবেন্দ্র নারায়ণ লারমার ৪০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে খাগড়াছড়ির মহালছড়িতে আয়োজিত স্মরণ সভায় এসব কথা বলেন সংগঠনটির নেতারা।

সংগঠনের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আরাধ্য পাল খীসা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, জনসংহতি সমিতির কেন্দ্রীয় সভাপতি ও মহালছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা।

এসময় বক্তারা অভিযোগ করে বলেন, ‘‘২০০৮ সালে আওয়ামী লীগ সরকার নির্বাচনী ইশতেহারে পার্বত্য চুক্তি বাস্তবায়নে প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় আসার পরে কালক্ষেপণ ও চুক্তি ভঙ্গ করে চলছে। এসময় সরকারকে দ্রুত পার্বত্য চুক্তির অবাস্তবায়িত ধারাগুলো বাস্তবায়নের দাবি জানান।’’

স্মরণসভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা যোগ দেয়। ১৯৮৩ সালের ১০ নভেম্বর খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় তৎকালীন শান্তিবাহিনীর প্রতিপক্ষের হামলায় নিহত হন মানবেন্দ্র নারায়ণ লারমা।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!