নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় তথ্য আপা পরিচালিত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী।
বুধবার (৮ নভেম্বর ২০২৩) বেলা ১১ টায় উপজেলা তথ্যসেবা কর্মকর্তা কীর্তি চাকমার সঞ্চালনায় গুইমারা উপজেলা প্রশাসন ও উপজেলা তথ্যকেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত জন্ম-মৃত্যু নিবন্ধন সংক্রান্ত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা। এসময় অন্যাদের মধ্যে গুইমারা উপজেলা ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ শামীম হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ হাফিজ উদ্দিন, পরিবার পরিকল্পনার পরিদর্শনকারী শিপ্রা রানী মজুমদার, তথ্যসেবা সহকারী অর্জিনা ত্রিপুরা ও উশ্যাংচিং মারমাসহ স্থানীয় ব্যক্তিবর্গ, সাংবাদিক উপস্থিত ছিলেন।
উপস্থিত বক্তারা জন্ম ও মৃত্যু সনদের গুরুত্ব আরোপ করেন। এছাড়াও শিশুদের জন্মের ৪৫দিনের ভিতর জন্ম নিবন্ধনের আবেদন করলে কোনো প্রকার অর্থ লাগবে না বলেও জানান এবং বিষয় গুলো উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং এর মাধ্যমে প্রচারের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। পরে কোথায় বাল্যবিবাহ হতে দেখলে প্রশাসনকে জানানোর জন্য আহ্বান জানান।