নুরুল আলম:: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়িতে আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের মাঝে বহুমুখী নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী।
মঙ্গলবার (৭ নভেম্বর ২০২৩) সকালে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট এর আয়োজনে ও রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল অফিসার আব্দুল গণি মজুমদারের সঞ্চালনায় গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ কালে প্রধান অতিথি ছিলেন, ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা পরিষদ সদস্য ও এ্যাডভোকেট আশুতোষ চাকমা, জেলা পরিষদ সদস্য ক্যাজরী মারমা, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমা।
এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, ম্রাসাথোয়াই মগ, গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান মংশে চৌধুরী, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লব শীল, উপজেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল করিম শুভসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক হেডম্যান কার্বারী উপস্থিত ছিলেন।
ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ প্রধান অতিথিরা বলেন, বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা এদেশের মানুষের কথা চিন্তা করে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এছাড়াও অসহায়দের বিভিন্ন আর্থিক সহায়তাসহ জনকল্যাণ মূলক কাজ প্রতিনিয়তই করে যাচ্ছে। তাই এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী নির্বাচনে আ’লীগের নৌকার প্রতীককে জয়যুক্ত করার আহ্বান জানান।
এসময় প্রধান অতিথি ও অন্যান্যদের উপস্থিতিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়িতে আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ২১৪ পরিবারের মাঝে ৬ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়।