নুরুল আলম:: বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি সেনা জোনের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রবিবার (৫ নভেম্বর ২০২৩) দুপুরে সিন্দুকছড়ি জোন এলাকায় নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের ব্যবস্থা করা হয়।
সিন্দুকছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুন।
এতে রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক, মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান, লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর মো. মাহমুদুন্নবী, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মাঈন উদ্দিন, গুইমারা উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারন সম্পাদক মেমং মারমা, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন এতে অংশ নেন।
গুইমারা থানার অফিসার ইনচার্জ রাজিব চন্দ্র কর, মানিকছড়ি থানার ওসি আনচাররুল করিম, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম, গুইমারা সরকারি কলেজ অধ্যক্ষ মোহাম্মদ নাজিম উদ্দিন, গুইমারা ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান মংশে চৌধুরী, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমাসহ বিভিন্ন সামরিক-বেসামরিক কর্মকর্তা এতে উপস্থিত ছিলেন।
এর আগে সিন্দুকছড়ি জোন প্রশিক্ষণ মাঠ উদ্বোধন করেন প্রধান অতিথি। এছাড়াও ফুলেল বরন, অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময়সহ ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে প্রীতিভোজ ও বিশেষ মোনাজাতে অংশ নেন আগত অতিথিরা।