নুরুল আলম:: খাগড়াছড়ির গুইমারায় সেনা রিজিয়নের উদ্যোগে নৈশ বিদ্যালয়ের উদ্বোধন করেন, গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুন, বিএএমএস, এনডিসি, পিএসসি, জি।
শুক্রবার (৩ নভেম্বর ২০২৩) রাতে গুইমারা বাজার এলাকায় বিদ্যালয়টির যাত্রা শুরু করে। সুবিধা বঞ্চিত ঝরে পড়া শিশুদের জন্য এ নৈশ বিদ্যালয়ের উদ্বোধন করা হয় হয়েছে বলে সেনাবাহিনী সূত্র জানায়।
এতে গুইমারা রিজিয়নের জিটুআই মেজর মেহেদী হাসান, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা,গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব করসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে অংশ নেয়। এ সময় শিক্ষার্থীসহ শতাধিক স্থানীয়রা উপস্থিত ছিলেন। রিজিয়ন কমান্ডার অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রথম দিনে ৩০ জন শিক্ষার্থীর মাঝে প্রতিজনকে ১টি করে ব্যাগ, ৩টি বই এবং ১টি করে সিলেট তুলে দেন ।