শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

গুইমারায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

শামীমা আক্তার রুমি, খাগড়াছড়ি:: খাগড়াছড়ির গুইমারা উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমের ভুট্টা, সরিষা, সূর্যমুখী ও চিনাবাদাম উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গুইমারা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ।

বুধবার (১ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরীর সভাপতিত্বে কৃষি অফিসের উদ্যোগে এ কৃষি উপকরণগুলো বিতরণ করা হয়।

এসময় বক্তব্য রাখেন উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, গুইমারা থানার অফিসার ইনর্চাজ রাজীব চন্দ্র কর, উপজেলার কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস, গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা প্রমুখ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খাগড়াছড়ি জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদামের জন্য ৪ হাজার ২৯০ জনকে বীজ ও সার প্রদান করবে কৃষি বিভাগ। এর মধ্যে গুইমারা উপজেলায় ৩৩০ জন কৃষককে প্রণোদনা প্রদান করা হয়। এছাড়াও খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে বিনামূল্যে ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের মাঝে সবজির বীজ বিতরণ করা হয়।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!