নুরুল আলম:: খাগড়াছড়ির গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুন বলেছেন, পাহাড়ের উৎসব পার্বণে সাম্প্রদায়িক সম্পীতি বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনী সবসময় সতর্ক রয়েছে। উন্নয়ন ও সাম্প্রদায়িক-সম্প্রীতির এ ধারা অব্যাহত থাকবে। গুইমারা রিজিয়নের পক্ষ থেকে পূজা মন্ডপগুলোতে শুভেচ্ছা উপহার হিসেবে ৩ লাখ টাকার আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
সোমবার (২৩ অক্টোবর) সকালে গুইমারা রিজিয়নের আওতাধীন বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এসময় সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান, গুইমারা রিজিয়নের জি.টু.আই মেজর মেহেদী হাসানসহ স্থানীয় জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।