রাশেদ খন্দকার :: সম্প্রতি খাগড়াছড়ির এক নারী উদ্যোক্তার বিষয়ে সংবাদপত্রে খবর পেয়ে, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ সড়ক এলাকার স্বপ্নচূড়া রেস্টুরেন্টে গিয়ে উদ্যোক্তা নেইম্রা মারমার খোঁজখবর নিলেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।
এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী সাহসী উদ্যোগের প্রশংসা করে বলেন, সংবাদপত্রে খবর দেখার পর বেশ ভাল লেগেছে। আমাদের মেয়েরা আজ ঘরে বাইরে সমান তালে এগিয়ে যাচ্ছে। এভাবে একদিন আমাদের দেশে ইতিবাচক পরিবর্তন আসবে।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এমন ইতিবাচক কার্যক্রমের সাথে থাকবে বলে আশ্বস্থ করেন চেয়ারম্যান কংজরী চৌধুরী। এ সময় খাগড়াছড়ি পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মাসুদ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।