শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

মাটিরাঙ্গায় বিপুল পরিমাণ চোলাই মদ ও পিকআপসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আইয়ুব আলী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (২১ অক্টোবর) গভীর রাতে মাটিরাঙ্গা পুলিশ বক্সের সামনে থেকে তাকে আটক করা হয়।

আইয়ুব আলী কক্সবাজারের চকরিয়ার বড়ইতলী ইউপির সুলতান মাহমুদের ছেলে। তিনি বর্তমানে খাগড়াছড়ির দীঘিনালা সদরে জসিমের বাড়িতে ভাড়া থাকেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মাটিরাঙ্গা বাজারস্থ পুলিশ বক্সের সামনে ১১৫২ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ তাকে আটক করা হয়। একই সময় মাদক বহন কাজে ব্যবহৃত রেজিস্ট্রারবিহীন মিনি একটি পিকআপ গাড়িও জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার মুক্তা ধর বলেন, আটককৃতের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বিধি মোতাবেক যথা সময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!